করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা বিভিন্ন পরীক্ষা সশরীরে উপস্থিত হয়ে দিতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের। তবে পরীক্ষা চলাকালীন সময়ে আবাসিক হলগুলো বন্ধ থাকবে।
এছাড়া ভর্তি পরীক্ষাও সশরীরে নেয়ার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে চবি কর্তৃপক্ষ। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসব বিষয় জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো সশরীরে নেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে একটি কমিটি গঠন করতে উপাচার্যকে ক্ষমতা দেয়া হয়েছে।
তিনি বলেন, পরীক্ষা চলাকালীন আবাসিক হলগুলো খোলা থাকবে না। তবে বিভাগীয় সভাপতিরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সুবিধামতো সময়ে পরীক্ষার রুটিন দেবেন।
এইচএসসির ফলাফল প্রকাশিত হলে ভর্তি পরীক্ষার বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও জানান অধ্যাপক এস এম মনিরুল হাসান।
Development by: webnewsdesign.com