সরাইলে মাদক সেবনকারীকে ৮ মাসের কারাদণ্ড

বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ | ১:৪০ অপরাহ্ণ

সরাইলে মাদক সেবনকারীকে ৮ মাসের কারাদণ্ড
সরাইলে মাদক সেবনকারীকে ৮ মাসের কারাদণ্ড
apps

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মাদক সেবনের দায়ে ইফরাত মাহফুজ (২০) নামের এক যুবককে গ্রেফতার করে সরাইল থানার পুলিশ পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৮ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ইফরাত মাহফুজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মধ্যপাড়া মোঃ মাহফুজুর রহমানের ছেলে।

বুধবার ( ১০ মে ) সন্ধ্যা অনুমান ০৫.২০ ঘটিকার সময় উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সামনে কতিপয় মাদক সেবনকারীকে এই সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সরওয়ার উদ্দীন।

পুলিশ জানায়, গোপন সংবাদ ভিত্তিতে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ আবু বক্কর সিদ্দিক উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।

তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সরওয়ার উদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক সরঞ্জাম ও মাদক সেবন অবস্থায় ইফরাত মাহফুজকে মোবাইল কোর্টের মাধ্যমে আট মাসের সাজা প্রদান করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আসলাম হোসেন।

Development by: webnewsdesign.com