“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস । দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসে সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নওশাদ মাহমুদ, অরুয়াইল আব্দুর সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন মৃধা, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিতা গিয়া দেবব্রত দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমি সুপার ভ্যাজার ইতি বেগম, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, অরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম ঘোষ, সুপার আবু আক্কাস হায়দার, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার।
অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলওয়াত করেন শেখ মোহাম্মদ আমানউল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মাস্টার।
সভায় সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল সভাপতিত্ব করেন। এতে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী মাস্টার।
Development by: webnewsdesign.com