সরস্বতী পূজা আজ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০ | ১২:৫০ অপরাহ্ণ

সরস্বতী পূজা আজ
apps

সরস্বতী পূজা আজ । সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাসে দেবী সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে।

এ বছর পূজার তিথি পড়েছে দুই দিনে। পঞ্চমী তিথি শুরু হয়েছে গতকাল বুধবার (২৯ জানুয়ারি) সকাল সোয়া ৯টায়। আজ অপরাহ্ন ১টা ২০ মিনিট পর্যন্ত চলবে।

 

 

 

নিত্যপূজা ও দধিকর্ম আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায়। আরতি সন্ধ্যা ৭টায় এবং পূজাঞ্জলি সাড়ে ৯টায়। প্রতিমা বিসর্জন আগামীকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায়।

 

 

অজ্ঞতার অন্ধকার দূর করতে, কল্যাণময়ী দেবীর চরণে সকাল থেকেই প্রণতি জানাচ্ছেন ভক্তরা। সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা প্রভৃতি।

Development by: webnewsdesign.com