সরকার পতনে নেতাকর্মীদের রাস্তাঘাট দখলের আহ্বান:মির্জা ফখরুল

মঙ্গলবার, ০২ আগস্ট ২০২২ | ৩:৪৮ অপরাহ্ণ

সরকার পতনে নেতাকর্মীদের রাস্তাঘাট দখলের আহ্বান:মির্জা ফখরুল
apps

সরকার পতনে নেতাকর্মীদের রাস্তাঘাট দখলের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মীদের হরতালের দাবির মুখে আগে রাজপথ দখলের আহ্বান জানান তিনি।ইসলাম আলমগীরএদিকে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচিতে আবারও ধস্তাধস্তি করেছেন দলটির নেতাকর্মীরা। আগামী বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে রাজপথে টানা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

মঙ্গলবার (০২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ৯টার দিকে সমাবেশ শুরুর পর সামনে বসা নিয়ে ছাত্রদলের কর্মীদের মধ্যে দু’পক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ধস্তাধস্তি ও হাতাহাতি করেন তারা।পরে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরইমধ্যে সমাবেশে যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা। ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহতের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগ দেয়া কর্মীদের পক্ষ থেকে তুমুল দাবি তোলা হয় হরতাল কর্মসূচির। মূহুর্মুহু স্লোগানে এলাকা মুখর হয়ে উঠে।

এর আগে সকাল থেকে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে জাতীয় প্রেসক্লাবের সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। বন্ধ হয়ে যায় প্রেসক্লাবের সামনের রাস্তার যান চলাচলও।কর্মীদের দাবির মুখে বিএনপি মহাসচিব বলেন, আগে রাজপথ দখল করুন, তারপর অন্য কর্মসূচি দেয়া হবে। এ সরকারকে হারিকেন ধরানোরও সময় দেয়া যাবে না। আগে রাজপথ দখল করতে হবে। হরতালের আগে রাস্তা দখল করতে হবে। দখলকারী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার গঠন করতে হবে।এর আগে দলের কেন্দ্রীয় নেতারাও হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার হটাতে রাজপথ দখলে নিতে হবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, শ্রীলঙ্কার মতো মেগা প্রকল্পে মেগা ঋণ নিয়ে বড় দুর্নীতি করছে।

আজকে যে পরিমাণ ডলার লাগে আগামী দুই বছর পর এর তিনগুণ ডলার লাগবে। এভাবে নতুন প্রজন্মের বড় ক্ষতি করেছে সরকার। আজকে বাংলাদেশের অর্থনীতির শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় চলে গেছে।ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণ মহানগর বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বর্তমান সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তৃতা করেন।

Development by: webnewsdesign.com