ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার জন্য আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু মোকাবিলায় অভিজ্ঞতার আলোকে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
সোমবার বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তাজুল ইসলাম বলেন, সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশা মারার ওষুধ প্রয়োগসহ প্রয়োজনীয় নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে আক্রান্তের সংখ্যা বাড়ায় ও কিছু মৃত্যুতে আমরা ব্যথিত।
তিনি বলেন, আগের তুলনায় চলতি বছর আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। থেমে থেমে বৃষ্টি হওয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এডিস মশা মোকাবিলা করতে আমাদের সচেতনতা বাড়ানোর সঙ্গে সম্মিলিত উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখতে হবে। তা নাহলে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
Development by: webnewsdesign.com