“সরকারি হিসাবে সারাদেশে নতুন ৩৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি”

সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ | ৬:৩৯ অপরাহ্ণ

“সরকারি হিসাবে সারাদেশে নতুন ৩৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি”
ছবি-সংগৃহীত
apps

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৯ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৭ জন।

সরকারি হিসাবে, ডিসেম্বরের ২০ দিনে ৯৯৪ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন, দেশে অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ১০৩ জন। এর মধ্যে ডিসেম্বরে ৫ জন, নভেম্বরে ৭ জন, অক্টোবরে মারা গেছেন ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন এবং জুলাইতে ১২ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২২ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১৩৪ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৮৯ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ৪৫ জন।

Development by: webnewsdesign.com