সমাবেশের অনুমতির জন্য অবৈধ সরকারের ধার ধারিনা: নূর..

বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ | ১:০০ অপরাহ্ণ

সমাবেশের অনুমতির জন্য অবৈধ সরকারের ধার ধারিনা: নূর..
নুরুল হক নূর। ফাইল ছবি
apps

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি ছাড়া সভা সমাবেশ নিষিদ্ধ করার বিষয়ে ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদের আলোচিত নেতা নুরুল হক নূর বলেন, আমরা ডিএমপির অনুমতি নিয়ে সমাবেশ করিনি। আমরা সভা সমাবেশের অনুমতির জন্য ডিএমপি বা অবৈধ সরকারের ধার ধারিনা।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে ডাকসু হামলার এক বছর পূর্তি ও বিচারহীনতার প্রতিবাদের আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন।

নূর বলেন, সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে সভা-সমাবেশ ও মিটিং মিছিল করার। সেই অধিকার একটি ভোটারবিহীন সরকার কেড়ে নেয় কেমন করে?

তিনি দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সভা-সমাবেশ করার জন্য এই ভোটারবিহীন সরকার বা ডিএমপির কোনও অনুমতি নেবেন না। যদি আপনারা এই সরকারের অনুমতি নিয়ে সভা-সমাবেশ করেন, তাহলে আমরা মনে করবো আপনারা স্বৈরাচারের আইন-কানুন মানছেন এবং স্বৈরাচারকে প্রশ্রয় দিচ্ছেন।

ভাস্কর্য ইস্যুতে দেশের এই আলোচিত নেতা বলেন, ‘ভাস্কর্য নাটক’ সাজিয়ে সরকার দেশের আলেমদের ওয়াজ মাহফিল বন্ধ করে দিচ্ছে। এই সরকার ক্ষমতা হারানোর ভয়ে তটস্থ।

Development by: webnewsdesign.com