একসময় ভালো বোলার নিয়ে চিন্তিত ছিল বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। এখন বোলারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন খুব কম ওঠে। দলে জায়গা পেতে পেসার কিংবা স্পিনাররা অলিখিত প্রতিযোগিতায় নামেন। এবার বাংলাদেশের মাথাব্যথার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটিং ব্যর্থতা। এই ব্যর্থতা এমন হয়ে দাঁড়িয়েছে, যার কারণে ম্যাচের পর ম্যাচ সিরিজের পর সিরিজ হারতে হচ্ছে। কিন্তু এই সমস্যার সমাধান পাচ্ছে না বাংলাদেশ।
আগামী বুধবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। ঢাকা ছাড়ার আগে এই সিরিজ নিয়ে গতকাল কথা বলেছেন ব্যাটার জাকির হাসান। জাকির বলেছেন, ‘এটা সত্য যে, আমরা ভালো শুরু করতে পারছি না। টেস্টেও আমরা ভালো করতে পারিনি, কয়েকটি ম্যাচেই এমন চলছে। এ কারণে আমরা বেশ ভুগেছি। একই সঙ্গে এগুলো নিয়ে পড়ে থাকলে চলবে না। সিরিজগুলো খুব দ্রুত আসছে। এই সিরিজেই চেষ্টা করছি কীভাবে উন্নতি করা যায়। সমস্যাগুলো থেকে বের হয়ে প্রতিটি সিরিজে ভালো জুটি করা, ওপেনিং বা টপ অর্ডার থেকে ভালো একটা অবস্থান তৈরি করা, যাতে মিডল অর্ডারের জন্য কাজটি সহজ হয়।’
এভাবে খেললে কাজ সহজ হবে, সেটি সবার জানা। কিন্তু সমস্যা থেকেই বের হতে পারছে না বাংলাদেশ। প্রতিটি ম্যাচেই একই সমস্যা দেখা দিচ্ছে। ক্রিকেটাররা একই কথা বারবার বলে যাচ্ছেন। আফগান সিরিজ নিয়ে বাংলাদেশের এই ব্যাটার বলেছেন, ‘ভালো একটা সিরিজ হবে। আমি যতটুকু জানি শারজাহর উইকেট খুব ভালো হয়। ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য থাকবে আমি যে ম্যাচই খেলি, সেখানে আমার সেরা পারফরম্যান্স দেওয়ার। আর দলের কথা চিন্তা করলে আমরা প্রতিটি ম্যাচ ভালো খেলার চেষ্টা করব।
এ দিকে বাংলাদেশের প্রতিটি সিরিজের আগে মাঠের বাইরের বিভিন্ন ইস্যু সক্রিয় হয়ে ওঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি। দলে জায়গা না পেয়ে তাইজুল ইসলাম, এনামুল হক বিজয়রা সামাজিকমাধ্যমে দিয়েছেন ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস। সেটি নিয়ে জাকির বলেছেন, ‘বিষয়টি নিয়ে দলের মধ্যে প্রভাব পড়ার কিছু নেই। এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেকের কাজের প্রতি মনোযোগ দিলেই হবে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। নির্বাচক বা যারা এই দায়িত্বে রয়েছেন, এই চিন্তা করা তাদের কাজ।
নতুন কোচ ফিল সিমন্সকে নিয়ে বাঁহাতি ব্যাটার ও উইকেটরক্ষক জাকির বলেছেন, ‘খুব কম সময়ের জন্য এসেছেন। পরীক্ষা-নিরীক্ষা করছেন, কোনো খেলোয়াড়কে কীভাবে ব্যবহার করা যায়, সেগুলো দেখছেন। ছোট ছোট তথ্য যেগুলো ম্যাচের মাধ্যমে উঠে এসেছে, সেগুলো নিয়ে কাজ করছেন। সামনে আরো বিস্তারিতভাবে জানার সুযোগ রয়েছে। একটি সিরিজ হয়েছে, এখন আরো সময় পাচ্ছি, উনিও আমাদের ভালোভাবে দেখার সুযোগ পাচ্ছেন। আমার মনে হয়, সব মিলিয়ে সামনে সবকিছু আরো সহজ হবে।
দেশি কোচ নিয়ে বলেছেন, ‘লোকাল কোচ এলে তো ভালো। তবে এটা নিয়ে বোর্ড বেশি বুঝতে পারবে আমাদের থেকে। যোগাযোগ করা সহজ হওয়ার পাশাপাশি সমস্যা নিয়ে বেশি কাজ করা যাবে। সেই হিসেবে দেশি কোচ থাকলে দেশের জন্য ভালো হবে।
আফগানদের বোলিং শক্তি নিয়ে জাকির বলেছেন, ‘আন্তর্জাতিক সব দলই ভালো দল। আফগানিস্তান বোলিংয়ে অনেক উন্নতি করেছে, ভালো ক্রিকেট খেলছে। কিন্তু ওদের শক্তির থেকে আমাদের কী কী শক্তি রয়েছে সেগুলো বিবেচনা করে এগিয়ে যাওয়া ভালো।’ তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ ৬, ৯ ও ১১ নভেম্বর বাংলাদেশ সময় বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
Development by: webnewsdesign.com