সতর্ক অবস্থানে সিলেটে  র‌্যাব-পুলিশ ও বিজিবির টহল জোরদার

শনিবার, ২৭ মার্চ ২০২১ | ৩:১৭ অপরাহ্ণ

সতর্ক অবস্থানে সিলেটে  র‌্যাব-পুলিশ ও বিজিবির টহল জোরদার
apps

সারা দেশে আজ হেফাজতের বিক্ষোভ চলছে। কাল রবিবার (২৮ মার্চ) হরতাল ডেকেছে হেফাজত। যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে সিলেটে সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব, পুলিশ ও বিজিবি। ইতোমধ্যে র‌্যাব, পুলিশ বিজিবির টহল জোরদার করা হয়েছে।

শনিবার (২৭ মার্চ) সকাল থেকে নগরীর কোর্ট পয়েন্ট, বন্দরবাজার, চৌহাট্টা, রিকাবিবাজার, সুবিদবাজার, আম্বরখানা, শাহীঈদগাহ, টিলাগড়, শিবগঞ্জ, মিরাবাজার ও শাহজালাল উপশহরসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে মহড়া দিতে দেখা গেছে। গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকায় বসানো হয় নিরাপত্তা চৌকি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশৃঙ্খলা কিংবা নাশকতা যাতে কেউ সৃষ্টি করতে না পারে, সেজন্য নগরীতে টহল বৃদ্ধি করা হয়েছে র‌্যাব ও পুলিশে। একইসাথে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। তারা আরও জানিয়েছেন, আগামী কয়েকদিন নগরীতে এমন নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

Development by: webnewsdesign.com