সড়ক দুর্ঘটনা কানাডায় : কুমার বিশ্বজিতের ছেলের অবস্থা সংকটাপন্ন

বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২:৪৩ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনা কানাডায় : কুমার বিশ্বজিতের ছেলের অবস্থা সংকটাপন্ন
সড়ক দুর্ঘটনা কানাডায় : কুমার বিশ্বজিতের ছেলের অবস্থা সংকটাপন্ন
apps

জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারের অবস্থা সংকটাপন্ন। কানাডার টরন্টোতে এক সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। এ ঘটনায় আরো ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে টরন্টোর ডুনডাস এলাকার একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চারজন মিলে কানাডার দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ি খাদে পড়ে আগুন ধরে যায়।

এদিকে, এ ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমেছে। টরন্টো পুলিশ সূত্রে জানা যায়, টরন্টো নগরীর অদূরে মিসিসাগা এলাকায় ৪২৭ হাইওয়ে ও ডানডাস ইন্টারসেকশনের সন্নিকটে সোমবার রাতে এ ভয়াবহ দুর্ঘটনায় আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ নামের ৩ বাংলাদেশি ছাত্র নিহত হন। কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন।

পুলিশ সূত্র বলছে, সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড় গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি খুব দ্রুতগতিতে চলছিল। গাড়ির চালক এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে উঠার সময় টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেখানে একটু কার্ভ ছিল। হাইওয়ের রেলিংয়ে গিয়ে ধাক্কা খেয়ে গাড়িটি ৩ বার উল্টে যায়। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়।

Development by: webnewsdesign.com