সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ পক্ষথেকে ২০ প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ

বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ | ৪:৩৯ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ পক্ষথেকে ২০ প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ
সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ পক্ষথেকে ২০ প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ
apps

দীর্ঘ ১৫ বছর ধরে বিছানায় পড়ে থাকা প্রতিবন্ধী জনি মিয়া একটি হুইল চেয়ার পাওয়ায় মহাখুশি। মা রোকেয়া বেগম এসেছেন ছেলের হুইল চেয়ার নিতে। মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়নের রূপষপুরের বাসিন্দা তারা। মেয়েকে সঙ্গে নিয়ে ৫ বছর ধরে পায়ের সমস্যায় প্রতিবন্ধী বৃদ্ধ আব্দুল মছব্বিরও (৭০) এসেছেন হুইল চেয়ার নিতে।

এ উপজেলার শমসেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামের বাসিন্দা মছব্বির মিয়ার মেয়ে সেলিনা বেগম আবেগাপ্লুত হয়ে দেশ রূপান্তরকে বলেন, আব্বারে নিয়া বড় কষ্টে ছিলাম আমরা। যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের আমি ধনবাদ জানাই।

বুধবার (৪ জানুয়ারি) সকালে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগ ২০ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার। এতে সভাপতিত্ব করেন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের সভাপতি মো. রুজেল তরফদার।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসীদ আলী, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Development by: webnewsdesign.com