শ্রীমঙ্গলে বাজার মনিটরিং করছেন ইউএনও

বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ | ৩:৪১ অপরাহ্ণ

শ্রীমঙ্গলে বাজার মনিটরিং করছেন ইউএনও
শ্রীমঙ্গলে বাজার মনিটরিং করছেন ইউএনও
apps

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কর্তৃক নিয়মিত বাজার মনিটরিং এর কারণে সুফল ভোগ করছে সাধারণ ভোক্তারা। বাজারে কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারছে না অসাধু ব্যবসায়ীরা।

পবিত্র রমজান মাসে পেঁয়াজ, রসুন, আদা, সয়াবিন তেল, ছোলা, এসব পণ্যের দাম বাড়েনি, বিক্রি হচ্ছে রমজানের মাসের পূর্বের মূল্যে। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করায় সাধারণ ভোক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভোক্তারা বলেন, উপজেলা প্রশাসনের এই কার্যক্রম যেন অব্যাহত থাকে।

এছাড়াও একটি বিষয় লক্ষ্য করা গেছে, প্রায় প্রত্যেক ব্যবসায়ী তাদের দোকানে মূল্য তালিকা সঠিকভাবে রেখেছেন। এতে করে ব্যবসায়ীদের প্রতি সাধারণ মানুষের ইতিবাচক ধারনা সৃষ্টি হয়েছে।

৩০ মার্চ বৃহস্পতিবার শ্রীমঙ্গল শহরের পোস্ট অফিস রোড, সেন্ট্রাল রোড, সহ বিভিন্ন রোডের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বাজার পরিস্থিতি মনিটরিং করছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন।

Development by: webnewsdesign.com