শ্রীমঙ্গলে পরিত্যক্ত ট্রাকে ৯ মেট্রিক টন পেঁয়াজ নিলামে বিক্রি করলো প্রশাসন

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০ | ৬:২৭ অপরাহ্ণ

শ্রীমঙ্গলে পরিত্যক্ত ট্রাকে ৯ মেট্রিক টন পেঁয়াজ নিলামে বিক্রি করলো প্রশাসন
apps

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত ৯ মেট্রিক টন পেঁয়াজ নিলামে বিক্রি করেছে প্রশাসন।

২২ ফেব্রুয়ারী শনিবার সকালে শ্রীমঙ্গল থানা চত্বরে নিলামে ৩লাখ ৮৭ হাজার টাকায় এসব পেঁয়াজ বিক্রি করা হয়।

জানা যায়, শুক্রবার রাতে শহরের সেন্ট্রাল রোড থেকে একটি ট্রাকে পরিত্যক্ত ৯ মেট্রিক টন পেঁয়াজ উদ্ধার করে পুলিশ। এসময় পেঁয়াজের কোনো বৈধ কাগজপত্র ও মালিক দাবীদার না থাকায় পুলিশ পরিত্যক্ত হিসেবে পেঁয়াজ ভর্তি ট্রাকটি থানায় নিয়ে আসে।

সমশেরনগরস্থ চাতলা পুর শুল্ক ষ্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা সজল কান্তি দাস নিলাম কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, ওসি (তদন্ত) সোহেল রানা, এস আই আল আমিন। নিলামে তখন সিলেট ও শ্রীমঙ্গলের অর্ধশতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন ৩ লাখ ৮৭ হাজার টাকায় পেঁয়াজ ক্রয় করেন।

পুলিশ ধারণা করছে, স্থানীয় কোনো ব্যবসায়ী অতি মুনাফার লোভে ৯ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে চোরাই পথে শ্রীমঙ্গলে নিয়ে আসতে পারে।

Development by: webnewsdesign.com