শ্রীমঙ্গলে নিসচা’র উদ্যোগে মাস্ক বিতরণ

রবিবার, ১১ এপ্রিল ২০২১ | ৪:২৬ অপরাহ্ণ

শ্রীমঙ্গলে নিসচা’র উদ্যোগে মাস্ক বিতরণ
apps

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। চলমান লকডাউন থাকার পরও স্বাস্থ্য বিধি না মেনে অবাধে চলাফেরা করছে মানুষ। শ্রীমঙ্গলে করোনার এই দুর্যোগময় মুহুর্তে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র শ্রীমঙ্গল শাখার আয়োজনে শহরের চৌমুহনাসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জনসাধারণের মাঝে ৫ শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

রবিবার (১১ এপ্রিল) বেলা ১১ টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে মাস্ক বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল।

এছাড়াও উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ গোলাম রহমান মামুন, পৃষ্ঠপোষক হায়দার আহমদ, দপ্তর সম্পাদক দোলা মিয়া, সদস্য জালাল মির্জা, ইমন আহমদ ফাহিমসহ সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১১

Development by: webnewsdesign.com