শেষ টেস্টের চালকের আসনে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা

মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ | ৬:১৬ অপরাহ্ণ

শেষ টেস্টের চালকের আসনে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা
apps

গলে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের চালকের আসনে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানকে ২৩১ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ১৪৭ রানের লিড নেয় লঙ্কানরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ভালো করছে দিমুথ করুণারত্নেরা। আলোক স্বল্পতায় আজকের খেলা শেষ হয়েছে নির্ধারিত সময়ের অনেক আগেই।

তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১৭৬। ধনঞ্জয়া ডি সিলভা ৩০ ও করুণারত্নে ২৭ রানে অপরাজিত আছেন। শততম টেস্টের প্রথম ইনিংসে ৪২ রান করা অ্যাঙ্গোলো ম্যাথুজ দ্বিতীয় ইনিংসে করেছেন ৩৫ রান। এরই মধ্যে শ্রীলঙ্কার লিড ৩২৩ রানের, হাতে আছে আরো পাঁচ উইকেট। পাকিস্তানের সামনে লঙ্কানরা কত রানের টার্গেট ছুড়ে দেয়- সেটাই দেখার বিষয়। এই গলেই প্রথম টেস্টে ৩৪২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে পাকিস্তান। সেই জয়ের সুবাদে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। সিরিজ বাঁচাতে হলে চলতি টেস্টে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার।

Development by: webnewsdesign.com