শেরপুরে শিলাবৃষ্টিতে বোরো আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ | ৪:০৭ অপরাহ্ণ

শেরপুরে শিলাবৃষ্টিতে বোরো আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি
apps

শেরপুরে শিলাবৃষ্টিতে বোরো আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোররাতে জেলা সদরসহ ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় এ শিলাবৃষ্টি হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার সহস্রাধিক কৃষক।ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

জেলা কৃষি বিভাগ ও স্থানীয় কৃষকরা জানায়, মঙ্গলবার ভোররাতে দমকা হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়। আর এতে শেরপুর সদর, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার বেশকিছু বোরো ক্ষেতের আধাপাকা ধান পড়ে যায়। ধানের গাছ নুয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয় অন্তত শতাধিক হেক্টর জমির ফসল।এমনিতেই গত দুই বছর ধরে নানা কারণে ধান আবাদে লোকসান লেগেই আছে। এর মধ্যে শিলাবৃষ্টিতে যে ক্ষতি হয়েছে তা পোষানো কঠিন হয়ে যাবে বলছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

তবে কৃষিবিভাগ বলছে, বোরো আবাদের ক্ষতির প্রাথমিকভাবে ৭৫ হেক্টর জমির মতো। মাঠে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখনো চলছে। একই সঙ্গে কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

Development by: webnewsdesign.com