শেরপুরে ব্যবসায়ীকে হত্যার পর অপহরণের নাটক স্বজনদের

বুধবার, ১৩ জানুয়ারি ২০২১ | ৩:০৩ অপরাহ্ণ

শেরপুরে ব্যবসায়ীকে হত্যার পর অপহরণের নাটক স্বজনদের
apps

নিজ ভাই, ভাইয়ের বউ, শ্যালক, চাচা মিলে বগুড়ার শেরপুরে ব্যবসায়ী ফরিদুল ইসলামকে হত্যা করেছে বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া।

বুধবার (১৩ জানুয়ারি) বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

‘জমি এবং টাকা পয়সা সংক্রান্ত বিরোধের জেরে তাকে খুন করা হয়।’ গ্রেফতার হওয়া এক নারীসহ ৫ আসামি পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক হত্যার দায় স্বীকার করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, নিহতের ছোট ভাই জিয়াউর রহমান জিয়া, তার স্ত্রী শাপলা খাতুন, নিহতের চাচা আব্দুর রাজ্জাক, সৎ শ্যালক ওমর ফারুক, ভাতিজা ফারুক আহম্মেদ।

গত ৫ জানুয়ারি বগুড়ার শেরপুরে ইটলী মধ্যপাড়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে ফরিদুল ইসলাম ব্যবসায়ী কাজ শেষে বাড়িতে এলে আসামিরা যোগসাজশে রড এবং চাকু দিয়ে তাকে হত্যা করে। সে সময় নিহতের স্ত্রী ঢাকার সাভারে মেয়ে জামাইয়ের বাড়িতে অবস্থান করছিলেন।

আসামিরা হত্যার পর অপহরণের নাটক সাজাতে গিয়ে পুলিশের সন্দেহের মধ্যে পড়ে এবং আটকের পর হত্যার কথা স্বীকার করে। এদিকে গ্রেফতারকৃত দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

Development by: webnewsdesign.com