শেরপুরের শ্রীবরদী জমি নিয়ে সংঘর্ষ, লাঠির আঘাতে কৃষক নিহত

সোমবার, ২৯ মে ২০২৩ | ১:১৯ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী জমি নিয়ে সংঘর্ষ, লাঠির আঘাতে কৃষক নিহত
শেরপুরের শ্রীবরদী জমি নিয়ে সংঘর্ষ, লাঠির আঘাতে কৃষক নিহত
apps

শেরপুরের শ্রীবরদী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক কৃষক নিহত হয়েছেন। রোববার (২৮ মে) দুপুরে মারা যান তিনি। গত ১৪ এপ্রিল বিকেলে উপজেলার ধাতুয়া আড়াইলাকান্দা গ্রামে নিজবাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হেলালের সঙ্গে একখণ্ড জমি নিয়ে প্রতিবেশী আবদুর রশিদের ছেলে মাহফুজুর রহমান মতিন ও আলম মিয়া গংদের বিরোধ চলছিল। এর জেরে গত ১৪ এপ্রিল বিকেলে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে লাঠিসোঁটা নিয়ে হেলালের ওপর হামলা চালায়।

এ সময় লাঠির আঘাতে আহত হন হেলাল। পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় চিকিৎসায় তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার প্রায় দেড় মাস পর তাকে নিজবাড়িতে নিয়ে আসা হয়। পরে রোববার দুপুরে তিনি মারা যান।

এদিকে এ ঘটনায় নিহতের ছেলে রাজু মিয়া বাদী হয়ে ঘটনার দিন মাহফুজুর রহমান মতিন ও আলম মিয়া গংদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। শ্রীবরদী থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, রোববার দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Development by: webnewsdesign.com