শেখ হাসিনার সমাবেশে বোমা: মামলার রায় ঘোষণা আজ

মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ | ১০:৪০ পূর্বাহ্ণ

শেখ হাসিনার সমাবেশে বোমা: মামলার রায় ঘোষণা আজ
apps

প্রায় ২১ বছর আগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সমাবেশস্থলের পাশে ৭৬ কেজি ওজনের বোমা রাখার ঘটনায় হওয়া ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহ মামলার রায় ঘোষণা হবে আজ। এদিন দুপুর ১২টার দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে এ মামলার রায় ঘোষণার কথা রয়েছে।

মামলার আসামিরা হলেন- মো. আজিজুল হক ওরফে শাহনেওয়াজ, মো. লোকমান, মো. ইউসুফ ওরফে মোছহাব মোড়ল, মোছহাব হাসান ওরফে রাশু, শেখ মো. এনামুল হক, মো. মফিজুর রহমান অরফে মফিজ, মো. মাহমুদ আজহার ওরফে মামুনুর রশিদ, মো. রাশেদুজ্জামান ওরফে শিমুল, মো. তারেক, মো. ওয়াদুদ শেখ ওরফে গাজী খান, মো. আনিসুল ইসলাম ও সারোয়ার হোসেন মিয়া। এর মধ্যে মাওলানা আমিরুল ইসলাম ওরফে জেন্নাত মুন্সী ও মাওলানা রফিকুল ইসলাম খান জামিনে রয়েছেন।

রাষ্ট্রপক্ষ আশা করছে সব আসামির মৃত্যুদণ্ড হবে। ওই আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূঞা বলেন, এ ঘটনায় হত্যাচেষ্টা মামলায় এরই মধ্যে হাইকোর্টেও ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়েছে। ১০ জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল রয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে এ মামলায়ও সাক্ষ্যপ্রমাণ উপস্থাপনের মাধ্যমে ঘটনা প্রমাণের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছি। আশা করছি, আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডই হবে।

Development by: webnewsdesign.com