শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত: অ্যাডভোকেট নাসির খাঁন

শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৪৯ অপরাহ্ণ

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত: অ্যাডভোকেট নাসির খাঁন
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত: অ্যাডভোকেট নাসির খাঁন
apps

সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তিনি ২০০৮ সালে স্বপ্ন দেখিয়েছিলেন ২০২১ সালের মধ্যেই বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে রূপ দিবেন। তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন। বাংলাদেশ আজ উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে গেছে। বিশ্ব দরবারে রোলমডেল হিসেবে জায়গা করে নিয়েছে।

তিনি বলেন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন আগামী ’৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবেন। সেই লক্ষ্যে তিনি দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবার ঐক্যবদ্ধতা থাকলে ’৪১ লাগবে না। তার আগেই মানুষ স্মার্ট বাংলাদেশের সুফল পাবে।

প্রধান অতিথি বলেন, বর্তমানে আমরা তথ্য প্রযুক্তির দিক দিয়ে অনেকটা এগিয়ে। বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালতে প্রযুক্তির ব্যবহার হচ্ছে। দিন দিন আরও উন্নত হবে। ডিজিটাল বাংলাদেশের বদৌলতে শহরের মানুষের মতো গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষও ঘরে বসেই তথ্য প্রযুক্তির সুফল ভোগ করতে পারবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখতেন, শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে।

অ্যাড. নাসির বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা সমাজের অবহেতিল, নির্যাতিত, নিষ্পেশিত মানুষের কথা বলেন। এসব লেখনীর পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনসম্মুখে তুলে ধরতে হবে। তবেই, আগামীর প্রজন্ম সরকারের সফলতা সম্পর্কে জানতে পারবে।
তিনি শুক্রবার বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রেসক্লাব (গভ.রেজি নং- ৯৮৭৩৬/১২) সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

নাঈমুর রহমান নাঈমের সভাপতিত্বে ও ডা. লোকমান হেকিমের সঞ্চালনায় কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন কামরুজ্জামান মাসুদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল খালিক।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন দ্য ইংলিশ টাইমস’র সম্পাদক ও প্রকাশক মো. সালেহ আহমেদ হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শামীম তালুকদার, সিলেট বিভাগীয় সভাপতি রুমান আহমদ, সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির কাজল, সিলেট জেলা বারের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুস শহীদ, সিলেটের প্রথম নিবন্ধিত নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকম-এর বার্তা সম্পাদক খলিলুর রহমান, সিলেটের সময় টোয়েন্টি ফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক ফারহানা বেগম হেনা, সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোফাদ আহমদ মুরাদ, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. হানিফ পারভেজ, সাধারণ সম্পাদক তাহমিদ ইশাদ রিপন, হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান খান, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেলাল, নেত্রকোনা জেলা শাখার সহ-সভাপতি মাহফুজুর রহমান খান, সাধারণ সম্পাদক মহিউদ্দীন তালুকদার, সাংগঠনিক সম্পাদক তানজিলা আক্তার রুবি, সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এম. মাহফুজুর রহমান সজিব, কুলাউড়া শাখার সদস্য ফয়জুল আলী শাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক প্রতিবেদক শিহাব উদ্দিন, ফোনে ফোনে রক্তদান কর্মসূচির হবিগঞ্জ জেলা সমন্বয়কারী মনছুর আহমদ, আপন আহমেদ খান (হবিগঞ্জ), সাইদুর রহমান (হবিগঞ্জ), তাজুল ইসলাম (হবিগঞ্জ), জালাল উদ্দিন (হবিগঞ্জ), জামাল মিয়া (হবিগঞ্জ), ফারুক মিয়া (হবিগঞ্জ), রাসেল মিয়া (হবিগঞ্জ), বেলাল আহমদ (হবিগঞ্জ), মৌলভীবাজার জেলা শাখার নির্বাহী সদস্য মামুন আহমদ মুন্না, জয়নাল আবেদীন, মুমিন ইসলাম, বড়লেখা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমদ, অর্থ সম্পাদক অজিত রবি দাস, নির্বাহী সদস্য শাহরিয়ার শাকিল প্রমুখ।

এরপর সিলেট জেলা শাখার ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সভাপতি- সম্পাদক ছাড়াও কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন- শেখ সেলিম উদ্দিন আহমদ (সিনিয়র সহ-সভাপতি), মোঃ রাসেল মিয়া (সহ-সভাপতি), সৈয়দ মুহিবুর রহমান মিছলু (যুগ্ম সাধারণ সম্পাদক), আহসান হাবিব লায়েক (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ রুবেল আহমদ (যুগ্ম সাধারণ সম্পাদক), মিনছার আহমদ (কোষাধ্যক্ষ/ অর্থ সম্পাদক), আমির উদ্দিন (সাংগঠনিক সম্পাদক), আমিনুল হক (সহ-সাংগঠনিক সম্পাদক), আবুল হোসেন খান (সহ-সাংগঠনিক সম্পাদক), রুহুল আমীন তালুকদার (দপ্তর সম্পাদক), নাজিম উদ্দিন (আইন বিষয়ক সম্পাদক), প্রফেসর আবুল কালাম আজাদ (শিক্ষা বিষয়ক সম্পাদক), ডা. লোকমান হেকিম (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), মো. হাবিবুর রহমান (আন্তর্জাতিক সম্বনয়ক), মীম সালমান (ধর্ম বিষয়ক সম্পাদক), মোঃ মঈন উদ্দিন মিলন (সহ-ধর্ম বিষয়ক সম্পাদক), মোঃ আবু তালহা তোফায়েল (সহ-ধর্ম বিষয়ক সম্পাদক), মোঃ সায়েস্তা মিয়া (ক্রীড়া সম্পাদক), ইসমাইল আলী টিপু (সহ- ক্রীড়া সম্পাদক), মোঃ শাহিন উদ্দিন (সহ-ক্রীড়া সম্পাদক), মোঃ রাশেদ মাল (সহ-ক্রীড়া সম্পাদক), মোহাম্মদ এহসানুল করিম (প্রচার ও প্রকাশনা সম্পাদক), মোহাম্মদ সাজ্জাদুজ্জামান (সহ-প্রচার সম্পাদক), মোঃ মাহবুব ইকবাল মুন্না (সহ-প্রচার সম্পাদক), মোহাম্মদ ফখরুজ্জামান (পাঠাগার সম্পাদক), মোঃ সুলেমান সিদ্দিকী (সমাজ কল্যাণ সম্পাদক), মোঃ আতিকুর রহমান (সদস্য), মোঃ জগলুল হোসেন খোকন (সদস্য), কামরুজ্জামান মাসুদ (সদস্য), নুরুল ইসলাম (সদস্য), মোঃ আশরাফুল আলম (সদস্য) ও জুবায়ের আহমদ (সদস্য)।

Development by: webnewsdesign.com