শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাক্ষ্যগ্রহণ আজ..

রবিবার, ২২ নভেম্বর ২০২০ | ১১:৫৬ পূর্বাহ্ণ

শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাক্ষ্যগ্রহণ আজ..
apps

সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনার মামলার সাক্ষ্যগ্রহণ আজ। রবিবার (২২শে নভেম্বর) বেলা সাড়ে ১১টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে সাক্ষ্য দেবেন সাক্ষীরা।

১১তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ। এছাড়াও আরও বেশ কয়েকজনের সাক্ষ্য দেয়ার কথা রয়েছে।

তবে চেম্বার জজ আদালতে লিভ টু আপিল শুনানির জন্য দিন ধার্য হওয়ায়, সাক্ষীকে জেরা করবেন না আসামিপক্ষের আইনজীবীরা। এ মামলায় ৩০ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ৯ জন।

প্রসঙ্গত, তৎকালীন সময় বিএনপি-যুবদল ক্যাডাররা সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদি গ্রামে মুক্তিযোদ্ধার স্ত্রী মাহফুজা বেগমের ওপর পাশবিক নির্যাতন চালায়। সদর হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত মাহফুজাকে দেখতে ২০০২ সালের ৩০শে আগস্ট সকালে শেখ হাসিনা সাতক্ষীরা যান। হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখে সড়কপথে ঢাকায় ফিরছিলেন শেখ হাসিনা। পথে বেলা ১১টায় কলারোয়া বিএনপির অফিসের সামনের সড়কে শেখ হাসিনার গাড়িবহরে হামলা চালায় তৎকালীন ক্ষমতাসিন বিএনপি, যুবদল ও ছাত্রদলের ক্যাডাররা। হামলাকারীরা শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ও বোমা বিস্ফরণ করে। সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা।

Development by: webnewsdesign.com