আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য (এমপি) তোফায়েল আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলে বাঁচতে চেয়েছিল। কিন্তু খুনিরা তাকে বাঁচতে দেয়নি। আজ তাকে স্মরণ করি। তার জন্য দোয়া করি।
রবিবার দুপুরে ভোলার গাজীপুর রোডস্থ তোফায়েল আহমেদের বাসভবনে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের অভিষেক ও বিশেষ বর্ধিত সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। বাংলাদেশকে পৃথিবীর মধ্যে একটি মর্যাদাশীল দেশে রূপান্তরিত করেছেন। আমি মনে করি, ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলাম, তিনি সেই পতাকা হাতে নিয়ে নিষ্ঠার সাথে, সততার সাথে, দক্ষতার সাথে কাজ করে চলেছেন।
করোনাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিশ্বেও প্রশংসিত হয়েছে। অনেক অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছেন, যার জন্য আমাদের ব্যবসা-বাণিজ্য সচল আছে বলেও জানান তিনি।
বর্ধিত সভায় সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।
Development by: webnewsdesign.com