শুক্রবার দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি সেনারা

শনিবার, ১৫ অক্টোবর ২০২২ | ২:০২ অপরাহ্ণ

শুক্রবার দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি সেনারা
apps

শুক্রবার ইসরাইলের সেনাবাহিনী দখলকৃত ওয়েস্ট ব্যাংকের জেনিনে দুইজন ফিলিস্তিনিকে গুলিকে করে হত্যা করেছে। এরমধ্যে একজন ডাক্তারও রয়েছেন। খবর আল জাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ডাক্তারের নাম আব্দুল্লাহ আল-আহমাদ। তার বয়স ৪০। জেনিন পাবলিক হাসপাতালের সামনে মাথায় গুলি করে তাকে হত্যা করে ইসরাইলি দখলদাররা।

ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত দ্বিতীয় ব্যাক্তির নাম মতিন দাবায়া। তার বয়স ২০।

গত বছর প্রতিষ্ঠিত হওয়া ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ বাহিনী জেনিন ব্রিগেড দাবি করেছে, নিহত মতিন দাবায়া তাদের স্থানীয় কমান্ডার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মতিনওকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে ইসরাইলি দখলদার সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি জেনিনে আসে। এরপর ইসরাইলিদের সঙ্গে ফিলিস্তিনিদের সশস্ত্র সংঘর্ষ বেধে যায়।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায় অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি ছুড়ছে ইসরাইলি সেনারা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এদিন গুলির আঘাতে আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

Development by: webnewsdesign.com