শীতকালে কেন বেশি বিয়ে হয়?

সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ | ৪:১৫ অপরাহ্ণ

শীতকালে কেন বেশি বিয়ে হয়?
শীতকালে কেন বেশি বিয়ে হয়?
apps

বছরে সবচেয়ে বেশি বিয়ে হয় শীতকালে। আর এজন্য শীতকালকে বলা হয়ে থাকে বিয়ের মৌসুম। শীতের সঙ্গে বিয়ের যেন একটা মধুর সম্পর্ক আছে। বছরের যেকোনো সময়ের তুলনায় শীত এলেই বিয়ের ধুম পড়ে যায়। কিন্তু শীতকালেই কেন এত মানুষ বিয়ে করেন?

কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, বিয়ের জন্য কেন মানুষ শীতের মৌসুমের অপেক্ষা করে? এর উত্তর খুঁজতে গেলে নানা জনের নানা মত শোনা যায়। তবে সেসব তর্ক বা বিতর্কে না গিয়ে শীতে বিয়ে করার সুবিধাগুলোই না হয় জেনে নেয়া যাক।

বিদ্যুৎ বিল কম আসে

শীতকালে গরমকালের মত ফ্যান বা এসি ব্যবহার করতে হয় না। তাই বিয়ের অনুষ্ঠানে ফ্যান বা এসি প্রয়োজন কম পড়ে। যে কারণে স্বাভাবিক ভাবেই বিদ্যুৎ বিলও কম আসে।

শীতে পরিশ্রম করা সহজ

একটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে কত রকমই না পরিশ্রম আর কাজ করতে হয়। প্রায় ১ মাস আগে থেকে শুরু হয়ে যায় প্রস্তুতি। কিন্তু এই সময়ে গরমকালের মত কাজ করলেই এনার্জি চলে যায় না। তাই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে ক্লান্তি আসে না।

বিয়ের সাজ

আমাদের দেশে বিয়ের সাজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। শীতে বিয়ের সাজ অনেক সময় থাকে আর ভারী কাপড়ে অস্বস্তিও লাগে না। তাই বর কনে এই সময়টিকেই বেছে নেন বিয়ের জন্য।

ফুলের দাম কম থাকে

শীতকালকে বলা হয় ফুলের মৌসুম। বাজারে এই সময়ে ফুলের কোনো কমতি থাকে না আর দামও তুলনামূলক ভাবে কম থাকে। তাই স্টেজ ডেকরেট ও বিয়ের নানা আয়জনে ফুল কিনতে খরচ অনেক কম হয়ে থাকে। তাই অনেকেই এখান থেকেও বেশ কিছু টাকা সাশ্রয় করতে পারেন।

Development by: webnewsdesign.com