শিশুর ত্বকে র‌্যাশ হলে করণীয়

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ | ১:১৭ অপরাহ্ণ

শিশুর ত্বকে র‌্যাশ হলে করণীয়
apps

ডা. মানিক কুমার তালুকদার
শিশুকে বাইরে নিয়ে গেলে অনেক মা ডায়াপার পরান। দীর্ঘক্ষণ ডায়াপার ব্যবহার শিশুর জন্য ক্ষতিকর। অনেক সময় দেখা যায়, ডায়াপার ভিজে যাওয়ার পর পরিবর্তন করা হয় না, যা শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর। অনেক সময় শিশুর ত্বকে র‌্যাশ হয়ে থাকে। দীর্ঘ সময় নোংরা ডায়াপার ব্যবহার ও খাবারে অ্যালার্জি, সংবেদনশীল ত্বকের কারণে শিশুর র‌্যাশ হতে পারে।

আসুন জেনে নিই শিশুর র‌্যাশ দূর করতে করণীয়- ১. ডায়াপার ভিজে গেলে সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে হবে। দীর্ঘক্ষণ নোংরা ডায়াপার ব্যবহার ও খাবারে অ্যালার্জি, সংবেদনশীল ত্বকের কারণে শিশুর র‌্যাশ হতে পারে। ২. নতুন ডায়াপার পরানোর আগে পরিষ্কার কাপড় দিয়ে শিশুর ত্বক পরিষ্কার করতে হবে।৩. র‌্যাশ দূর করতে নারিকেল তেল ব্যবহার করতে পারেন। এতে থাকা অ্যান্টিফাঙ্গাল ও ময়েশ্চারাইজিং উপাদান ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে ত্বক সুরক্ষা করে। ডায়াপার পরিবর্তনের সময় শিশুর ত্বকে তেল ব্যবহার করুন। ৪. মায়ের বুকের দুধ ডায়াপার র‌্যাশ দূর করতে পারে। ত্বকের আক্রান্ত স্থানে কয়েক ফোঁটা বুকের দুধ ফেলে আলতোভাবে ম্যাসাজ করুন। পরে পরিয়ে দিন নতুন ডায়াপার।
লেখক:
শিশু বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

Development by: webnewsdesign.com