শিল্প কারখানা ছাড়াও লকডাউনে খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান..

শনিবার, ০৩ এপ্রিল ২০২১ | ১:৫২ অপরাহ্ণ

শিল্প কারখানা ছাড়াও লকডাউনে খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান..
apps

দেশে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা দিয়েছে সরকার। তবে লকডাউনে খোলা থাকবে শিল্প কারখানা, বন্ধ থাকবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

সরকারের ঘোষিত এই লকডাউনে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ও স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার (৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জানান, মানুষের চলাফেরা কমানোর জন্য আপাতত এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।

তিনি বলেন, সরকার ঘোষিত এ লকডাউনে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান, ডিসি অফিস, ইউএনও অফিস, ফায়ার সার্ভিসের অফিস, দুর্যোগ ব্যবস্থাপনার অফিস, সংবাদপত্র অফিস- এই ধরনের অফিস খোলা থাকবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এ লকডাউনে শিল্প কলকারখানা খোলা থাকবে এবং সেগুলো স্বাস্থ্যবিধি মেনে ও শিফটিং ডিউটি চলবে। জরুরি সেবাদান প্রতিষ্ঠানগুলোও খোলা থাকবে। তবে সব ধরনের মার্কেট বন্ধ থাকবে।

Development by: webnewsdesign.com