শিমুলিয়া-মাঝিরঘাটে ফেরি চলাচল করবে : খালিদ মাহমুদ চৌধুরী

মঙ্গলবার, ২৮ জুন ২০২২ | ৪:২৯ অপরাহ্ণ

শিমুলিয়া-মাঝিরঘাটে ফেরি চলাচল করবে : খালিদ মাহমুদ চৌধুরী
apps

শিমুলিয়া-মাঝিরঘাটে ফেরি চলাচল করবে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পদ্মা সেতু চালু হলেও পুরোপুরি বন্ধ হয়নি ফেরি চলাচল। সেখানে ৬টি ফেরি চাহিদা অনুযায়ী পারাপার করছে। সোমবারও মাঝিরঘাট দিয়ে ফেরি চলাচল করেছে। আমাদের যেভাবে চাহিদা থাকবে সেভাবে ব্যবহার করব।

মঙ্গলবার নৌপরিবহণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা পদ্মা সেতু। তার মানে এই নয়, আমাদের অন্যান্য যোগাযোগ বন্ধ হবে।

১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরির পরিকল্পনা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ভারত-ভুটান-মিয়ানমারসহ সব দিকেই সংযুক্ত হয়ে যাচ্ছে। আমাদের নৌপথ আরও উন্নত হবে, সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি।

Development by: webnewsdesign.com