শিমুলিয়া-বাংলাবাজার রুটে চলছে ফেরি চলাচল

সোমবার, ১৬ নভেম্বর ২০২০ | ৩:৪৩ অপরাহ্ণ

শিমুলিয়া-বাংলাবাজার রুটে চলছে ফেরি চলাচল
apps

কাঁঠালবাড়ি ঘাট ৫০০ মিটার উজানের বাংলাবাজারে স্থানান্তরিত হয়ে এখন ফেরি চলছে শিমুলিয়া-বাংলাবাজার রুট হয়ে। পদ্মা সেতুর নদীশাসনের কাজের কারণে সব রকম সুবিধাসহ এটি সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে হাজরা চ্যানেল চালু হওয়ায় নাব্য সংকটের অবসানসহ দূরত্ব কমেছে ৩ কিলোমিটার। সোমবার (১৬ নভেম্বর) ঘড়ির কাটা ১১টা বাজতেই ফেরি “লেন্টিং” ১৩টি যান নিয়ে মাদারীপুরের নতুন ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ার উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়ে সূচনা হয় শিমুলিয়া-বাংলাবাজার ফেরির নতুন ইতিহাস। নতুন এ ঘাট চালুতে পদ্মা সেতুর কাজে সহায়ক হওয়ায় খুশি ঘাট ব্যবহারকারীরা।

শুরুর দিনে বাংলাবাজারে দুটি ঘাট দিয়ে ফেরি চলছে। মঙ্গলবার বাকি দুই ঘাটও স্থানান্তরিত হচ্ছে। আর লঞ্চ ও স্পিডবোট নতুন ঘাটে আসবে ২০ নভেম্বর।

শিমুলিয়ার ঘাটের বিআইডব্লিউটিসির মেরিন ম্যানেজার আহাম্মদ আলী বলেন, কাঁঠালবাড়ি ঘাটের পরিবর্তে শিমুলিয়া-বাংলাবাজার ঘাট সচল হলো। যাত্রীদের দুর্ভোগ লাগব হবে।

ঘাট স্থানান্তরিত হওয়ায় পদ্মা সেতুর নদীশাসনের বাকি ৩ কিলোমিটার এলাকার কাজ শুরু করা যাবে বলে জানান পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী শারফুল ইসলাম সরকার।

২০১৭ সালের ১৫ জানুয়ারি কাওড়াকান্দি ঘাট সরিয়ে আনা হয় কাঁঠালবাড়িতে।

Development by: webnewsdesign.com