শিগগিরই গঠিত হচ্ছে কোভিড-১৯ ভ্যাকসিন টাস্ক ফোর্স

রবিবার, ১০ জানুয়ারি ২০২১ | ১০:৩১ পূর্বাহ্ণ

শিগগিরই গঠিত হচ্ছে কোভিড-১৯ ভ্যাকসিন টাস্ক ফোর্স
apps

শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে কোভিড-১৯ ভ্যাকসিন টাস্ক ফোর্স। যার মাধ্যমে পর্যায়ক্রমে ৮০ শতাংশ মানুষকে দেয়া হবে করোনার টিকা। উপজেলা থেকে জাতীয় পর্যায়ে মোট পাঁচটি কমিটির সমন্বয়ে গঠিত হবে এই টাস্ক ফোর্স। কোভিড-১৯ এর টিকা প্রয়োগে কোভ্যাক্স ও নন কোভ্যাক্স টিকার ক্ষেত্রেও তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন নীতিমালা।

বাংলাদেশে কোভিড-১৯ এর টিকা সংরক্ষণ, বিতরণ, প্রয়োগ ও সমন্বয় করতে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশকৃত নীতিমালা এখন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায়।

যেখানে বলা হয়েছে সারা দেশে টিকা ব্যবস্থাপনাকে নিয়ে আসা হবে ৫টি মূল কমিটির অধীনে। টাস্কফোর্সের মূল টিকা ব্যবস্থাপনার কার্যক্রমে নেতৃত্ব দিবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকা ব্যবস্থাপনার কার্যকরী কমিটি। টিকা ব্যবস্থাপনা, প্রস্তুত ও প্রয়োগে থাকবে স্বাস্থ্য অধিদপ্তরের একটি মূল কমিটি। বিভাগীয় পর্যায়ে কাজ করবে বিভাগীয় সমন্বয় কমিটি, এভাবে পর্যায়ক্রমে জেলা সমন্বয় ও উপজেলা সমন্বয় কমিটি কাজ করবে। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে থাকবে মাঠ পর্যায়ের আরও একটি বিশেষ সেল ও একটি সমন্বয় কমিটি।

Development by: webnewsdesign.com