এইচএসসি পরীক্ষা ২০২০ এর ফল প্রকাশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনে সংশোধনীর অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।
সোমবার (১১ জানুয়ারি) সকালে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। এতে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজকের বৈঠকে জেএসসি এবং এসএসসির গড় ফলাফলের ভিত্তিতে এইচএসসির রেজাল্ট দেওয়ার অধ্যাদেশ জারি হতে পারে বলে জানা গিয়েছিল।
এ বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আইনমন্ত্রী আনিসুল হকসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ব্রিফ করবেন।
Development by: webnewsdesign.com