শিক্ষার্থী নাঈমের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়কে তীব্র যানজট

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ | ২:৩৯ অপরাহ্ণ

শিক্ষার্থী নাঈমের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়কে তীব্র যানজট
apps

সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নটর ডেম শিক্ষার্থী নাঈমের মৃত্যুর ঘটনায় উত্তরায় বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ‘নাঈম হত্যার’ বিচার ও তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে তারা নিরাপদ সড়কের দাবি তুলেছেন।

এ সময় উত্তরা থেকে বনানী এবং উত্তরা থেকে গাজীপুর চৌরাস্তা এবং আশুলিয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ ছাত্র উত্তরা আজমপুর থেকে হাউস বিল্ডিং পর্যন্ত সড়কে অবস্থা নিয়ে আছে। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ এবং ‘হত্যা মামলার আইন চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

Development by: webnewsdesign.com