শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসের পরিপ্রেক্ষিতে খুলল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

শনিবার, ০২ অক্টোবর ২০২১ | ৫:১২ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসের পরিপ্রেক্ষিতে খুলল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
apps

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসের পরিপ্রেক্ষিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছে শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের পদত্যাগ দাবিতে আন্দোলন করতে থাকে।

শনিবার (২ অক্টোবর) দুপুর ১২টার সময় শিক্ষামন্ত্রীর দাবি পূরণের আশ্বাস দেয়ার পর শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের তালা খুলে দেয়। একই সঙ্গে পরবর্তী কর্মসূচিও শিথিল করেছে তারা। এর আগে সকাল আটটার সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে শিক্ষার্থীদের মুঠোফোনে কথা হয়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এ কে এম নাজমুল হাসান বলেছেন, আমরা শিক্ষামন্ত্রীর আশ্বাসে ও তদন্ত কমিটির ওপর আস্থা রেখে আপাতত সব ধরনের অবরোধ ও আন্দোলন শিথিল করছি।

তবে অফিস চলাকালীন আমরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। তবে যদি আমাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে আমরা আবার আন্দোলনে যাব।

আন্দোলনে বলা হয়, ফারহানা ইয়াসমিনকে স্থায়ী বহিষ্কার করা না হলে আন্দোলন অব্যাহত থাকবে। এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ১৬তম সিন্ডিকেট সভায় ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই সঙ্গে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমসহ সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।

তবে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহ আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় বন্ধ নয়, কেবল সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।

Development by: webnewsdesign.com