শাবি ক্যাম্পাসে ভিসিকে অবরুদ্ধ, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, গুলি, আহত ৩০

রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ | ৬:৪৫ অপরাহ্ণ

শাবি ক্যাম্পাসে ভিসিকে অবরুদ্ধ, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, গুলি, আহত ৩০
apps

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, রাবার বুলেট ছুড়ে ভিসিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করেছে পুলিশ। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার জের ধরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্টের পদত্যাগ, হামলাকারী ছাত্রলীগ কর্মীদের শাস্তি সহ চার দফা দাবিতে বৃহস্পতিবার থেকে বিক্ষোভ করছে হলের ছাত্রীরা। রোববার বিকেল ৩ টার দিকে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদকে এম ওয়াজেদ মিয়া আইসিটি ভবনের ভেতরে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ক্যাম্পাসে পুলিশ ঢাকা হয়।

বিকেল সাড়ে ৫ টার দিকে পুলিশ ভিসিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ চালায়। এতে শিক্ষার্থীরা পাল্টা হামলা চালালে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। প্রায় আধা ঘন্টার সংঘর্ষের পর পুলিশ আইসিটি ভবনে অবরুদ্ধ থাকা ভিসিকে উদ্ধার করে বাসভবনে নিয়ে যায়।

শিক্ষার্থীরা জানিয়েছে- পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও রাবার বুলেটের গুলিতে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে। এ সময় এক মহিলা সহ কয়েকজন কনস্টেবলকেও আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। ক্যাম্পাসে এখনো মুখোমুখি রয়েছে পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীরা।

Development by: webnewsdesign.com