শাবিতে স্বাস্থ্যবিধি মেনে স্নাতক-স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা শুরু

রবিবার, ১৭ জানুয়ারি ২০২১ | ৪:৪৭ অপরাহ্ণ

শাবিতে স্বাস্থ্যবিধি মেনে স্নাতক-স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা শুরু
apps

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক-স্নাতকোত্তরের শেষ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রায় ২৫টি বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৬৩তম একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করায় শিক্ষকদের ধন্যবাদ জানান উপাচার্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, জিইবি বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক প্রধান ও একই বিভাগের অধ্যাপক ড. আসিফ ইকবাল।

Development by: webnewsdesign.com