শাখা বরাক নদী খননের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১ | ৮:৪০ অপরাহ্ণ

শাখা বরাক নদী খননের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
ফাইল ছবি
apps

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের চানপুর গ্রামে অপরিকল্পিতভাবে শাখা বরাক নদী খননের প্রতিবাদে ও পরিপূর্ণভাবে শাখা বরাক খননের দাবিতে ভুক্তভোগী সর্বস্তরের জনসাধারণ মানববন্ধন করেছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,অপরিকল্পিতভাবে শাখা বরাক খননের ফলে প্রতিবছর ফসলি জমি বন্যায় নষ্ট হয়ে যায়।
তার ফলে কৃষকদের লক্ষাধিক টাকা প্রতিবছর নষ্ট হয়। শুধু তাই নয়। নদী খননের পর থেকে প্রতিবছর রাস্তাঘাট এমনকি ঘর বাড়িতে জলাবদ্ধতার তৈরি হয়। এতে প্রতিবছর প্রচুর পরিমানে ক্ষয় ক্ষতি হয়।

বক্তারা আরও জানান- অতি অবিলম্বে যদি শাখা বরাক নদী পূর্ণাঙ্গভাবে খনন করা না হয় তাহলে আমাদের এই আন্দোলন চলমান থাকবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা জানান। পাশাপাশি শাখা বরাক নদীর চওড়া করতে হবে, শাখা বরাককে নিয়ে অনেক বাঁধ রয়েছে সেগুলো তুলে দেয়ার দাবি জানান।

মুজাহিদ আহমেদের সভাপতিত্বে ও কয়েছ মিয়ার পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন- আওয়ামীলীগ নেতা আসরাফ আলী, বিশিষ্ট সমাজসেবক আবু মিয়া চৌধুরী, সাবেক ইউপি সদস্য আতাউর রহমান আতা, মিলন আহমেদ, আব্দুর রউফ, ,উজ্জ্বল মিয়া, হাফিজ জুবায়ের আহমেদ, রিপন মিয়া, ইমন আহমেদ, ইমরান হোসেন, রেদোয়ান আহমেদ, রোমান আহমেদ, ওয়াসিম আলী, ইসাক আহমেদ, হাফিজ ফয়ছল আহমেদ, শেখ হাদিসহ প্রমুখ।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশ গ্রহণ করে স্বপ্নছোয়া ফাউন্ডেশন চানপুর, নবদিগন্ত সমাজকল্যাণ সংস্থা, সোনারবাংলা আদর্শ ক্লাব সরকার বাজারসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com