লোকেশ রাহুল বদলি হিসেবে লক্ষ্মৌতে করুণ নায়ার

রবিবার, ০৭ মে ২০২৩ | ১:২২ অপরাহ্ণ

লোকেশ রাহুল বদলি হিসেবে লক্ষ্মৌতে করুণ নায়ার
লোকেশ রাহুল বদলি হিসেবে লক্ষ্মৌতে করুণ নায়ার
apps

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন লোকেশ রাহুল। এ কারণে আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে যান ডানহাতি এই ব্যাটার। এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তাকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

আইপিএলের বাকি অংশে খেলতে না পারার বিষয়টি শুক্রবার নিজেই জানিয়েছিলেন তিনি। তার পরেই রাহুলের বদলি হিসেবে করুণ নায়ারের নাম ঘোষণা করে লক্ষ্মৌ সুপার জায়ান্টস। নিলামে অবিক্রিত থাকা নায়ারের উপরেই ভরসা রাখল দলটি।

২০২২ সালের ডিসেম্বরে নায়ার একটি টুইট করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘প্রিয় ক্রিকেট, আমাকে আর একটা সুযোগ দাও।’ সেই সুযোগ পেলেন নায়ার। লক্ষ্মৌর পক্ষে নায়ারের সেই টুইট দিয়েই জানানো হলো যে, তাকে দলে নেওয়া হয়েছে।

গত সোমবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে একটি বাউন্ডারি আটকাতে গিয়ে চোটে পান রাহুল। পরে সঙ্গীদের কাঁধে চড়ে মাঠ ছাড়েন তিনি। তখনই আশঙ্কা তৈরি হয়েছিল যে, তার চোট গুরুতর। শুক্রবার রাহুল জানান, তিনি আর আইপিএলে খেলতে পারবেন না।

Development by: webnewsdesign.com