লুঙ্গির বোলিংয়ে প্রোটিয়াদের রোমাঞ্চকর জয়

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ৪:২৫ অপরাহ্ণ

লুঙ্গির বোলিংয়ে প্রোটিয়াদের রোমাঞ্চকর জয়
লুঙ্গি
apps

লুঙ্গি এনগিডির দারুণ বোলিংয়ে রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত ১ রানে হারল ইংল্যান্ড। এই ম্যাচেই রেকর্ড গড়লেন ডেল স্টেইন। ইমরান তাহিরকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে উইকেট শিকারীদের তালিকার চূড়ায় উঠলেন এককভাবে।

ইস্ট লন্ডনের বাফেলো পার্কে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে ১৭৭ রান করে দক্ষিণ আফ্রিকা। ১৭৭ রান তাড়ায় ৯ উইকেটে ১৭৬ রানে থেমেছে ওয়েন মর্গ্যানের দল। প্রথম ম্যাচে ১ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে কুইন্টন ডি ককের দল।
খেলার একেবারে শেষ ওভারটি ছিল রোমাঞ্চকর। দারুণ বল করেন লুঙ্গি। জয়ের জন্য ৭ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। প্রথম ৩ বলে চার রান দিয়ে টম কারানের উইকেট তুলে নেন এনগিডি। শেষ ২ বলে প্রয়োজন ছিল ৩ রান, টাই করতে ২। সেই দুই বলে ১ রান তুলতে মইন আলি ও আদিল রশিদের উইকেট হারায় ইংল্যান্ড।

 

খেলার শুরুতে ১৫ বলে ৩১ রানের বিস্ফোরক ইনিংসে স্বাগতিকদের উড়ন্ত সূচনা এনে দেওয়া ডি কককে থামিয়ে শুরুর জুটি ভাঙেন মইন। এরপর টেম্বা বাভুমা ও রাসি ফন ডার ডাসেনের ব্যাটে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১০ ওভারে ছাড়ায় একশ। এরপরই ছন্দপতন। ৩১ রান করা ফন ডার ডাসেনকে ফিরিয়ে ৬৩ রানের জুটি ভাঙেন বেন স্টোকস।

২৭ বলে পাঁচ চারে ৪৩ রান করা বাভুমাকে বিদায় করেন রশিদ। ডেভিড মিলার, জেজে স্মাটস, আন্দিলে ফেলুকওয়ায়ো পারেননি প্রত্যাশিত ঝড় তুলতে। শেষের দিকে ৭ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকা হারায় চার উইকেট।

রান তাড়ায় শুরুতেই উইকেট হারায় ইংল্যান্ড। তবে ওপেনার জেসন রয় শুরু থেকে চড়াও হন বোলারদের ওপর। দ্রুত এগোলেও পরে জনি বেয়ারস্টোকে থামিয়ে ৭২ রানের জুটি ভাঙেন ফেলুকওয়ায়ো।

অধিনায়ক মর্গ্যান পরে রয়ের সঙ্গে ৪১ রানের জুটিতে ২ উইকেটে ১৩২ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড়ায় ইংল্যান্ড। তবে জো ডেনলি, স্টোকস, কারানের দ্রুত বিদায়ে শঙ্কায় পড়ে যায় ইংল্যান্ড।

 

মর্গ্যান-ঝড় থামান হেনড্রিকস। ইংলিশ অধিনায়ক ৩৪ বলে সাত চার ও এক ছক্কায় ফিরেন ৫২ রান করে।
এরপর লুঙ্গির সেই দারুণ ওভার। শেষ বলে দুই রান নিতে গিয়ে রশিদ রান আউট হয়ে গেলে আর কিছুই করার ছিল না ইংল্যান্ডের।

শুক্রবার ডারবানে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

স্কোর-

দক্ষিণ আফ্রিকা
২০ ওভারে ১৭৭/৮ (বাভুমা ৪৩, ডি কক ৩১, ফন ডার ডাসেন ৩১, মিলার ১৬, স্মাটস ২০, ফেলোকওয়ায়ো ১৮, প্রিটোরিয়াস ১, হেনড্রিকস ০, স্টেইন ৫*; মইন ৪-০-২২-১, কারান ৩-০-৪১-১, উড ৩-০-৩২-১, জর্ডান ৩-০-২৮-২, রশিদ ৪-০-২৩-১, স্টোকস ৩-০-২৪-১)

ইংল্যান্ড
২০ ওভারে ১৭৬/৯ (রয় ৭০, বাটলার ১৫, বেয়ারস্টো ২৩, মর্গ্যান ৫২, ডেনলি ৩, স্টোকস ৪, মইন ৫, কারান ২, জর্ডান ০*, রশিদ ১; স্টেইন ৪-০-৩৩-১, এনগিডি ৪-০-৩০-৩, স্মাটস ১-০-২২-০, ফেলুকওয়ায়ো ৪-০-৩২-২, শামসি ৪-০-২৫-০, হেনড্রিকস ৩-০-৩৩-২)

Development by: webnewsdesign.com