লিটনের তাণ্ডবের মাঝে বৃষ্টির হানা, ১৭ রানে এগিয়ে বাংলাদেশ

বুধবার, ০২ নভেম্বর ২০২২ | ৪:৫৯ অপরাহ্ণ

লিটনের তাণ্ডবের মাঝে  বৃষ্টির হানা, ১৭ রানে এগিয়ে বাংলাদেশ
লিটনের তাণ্ডবের মাঝে বৃষ্টির হানা, ১৭ রানে এগিয়ে বাংলাদেশ
apps

ভারতের বিপক্ষে ১৮৫ রানের টার্গেট তাড়ায় ইনিংসের শুরুতেই তাণ্ডব শুরু করেন ওপেনার লিটন দাস। তার ব্যাটিং ঝড় থেমে গেল বৃষ্টির কারণে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বৃষ্টি শুরুর আগে ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান করে বাংলাদেশ। ২৬ বলে ৫৯ আর ১৬ বলে ৭ রানে অপরাজিত আছেন লিটন ও নাজমুল হোসেন শান্ত।

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টন জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া ফিফটিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে ভারত। দলের হয়ে ৪৪ বলে ৮ চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৬৪ রান করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

টুর্নামেন্টের শুরু থেকে অফ ফর্মে থাকা লোকেশ রাহুল বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই তাণ্ডব শুরু করেন। ৩২ বলে তিন চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫০ রান করে সাকিবের শিকারহন রাহুল।

Development by: webnewsdesign.com