র‌্যাব-৯ এর নেতৃত্বে আটক চোরাচালান

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০ | ৪:১৬ অপরাহ্ণ

র‌্যাব-৯ এর নেতৃত্বে আটক চোরাচালান
apps

আজ শুক্রবার ৯ অক্টোবর ২০২০ইং দুপুর ১ টায় র‌্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও মিলটন চন্দ্র পাল (সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যজিস্ট্রেট, চুনারুঘাট, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারা মোতাবেক মোঃ ফজলুল হক’কে ১ ল টাকা জরিমানা প্রদান করেন। মোঃ ফজলুল হক হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চন্দনা এলাকার আব্দুল হক’র ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, ট্রাক আটক করার পর ৫ টন পলিথিন জব্দ করা হয় এবং ট্রাক ভর্তি পলিথিন হবিগঞ্জ চুনারুঘাট বাল্লারোডস্থ এলাকায় আনলোড করার কথা, পরে কৌশলে ড্রাইভারকে সাথে নিয়ে ঐ গোডাউনে অভিযান চালায় র‌্যাব-৯। গোডাউনের মালিক ফজলুল হক’র হেফাজতে থাকা আরো ৫ টনসহ মোট ১০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যার বাজার মূল্য আনুমানিক সাড়ে ৭ লক্ষ টাকা।

পরে জব্দকৃত ১০ টন নিষিদ্ধ পলিথিন এসিল্যান্ড বরাবর হস্তান্তর করা হয়।

বিষয়টি দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

Development by: webnewsdesign.com