র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২ লক্ষ টাকা জরিমানা

বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ | ৬:৩৪ অপরাহ্ণ

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২ লক্ষ টাকা জরিমানা
apps

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় নকল কসমেটিকস উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে বিপুল পরিমাণ নকল কসমেটিকস জব্দসহ পাঁচ প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ১১টা হতে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলা ওই অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

র‌্যাব-১০ ও বিএসটিআই প্রতিনিধি দলের সহযোগিতায় কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অনুমোদনহীন অস্বাস্থ্যকর খাবার, নকল ও অনুমোদনহীন কসমেটিক্স উৎপাদন মজুদ ও বিক্রি করার অপরাধে রিয়ালি কর্পোরেশনকে চার লক্ষ টাকা, আহাদ প্রডাক্টকে দুই লক্ষ টাকা,

জি.আহাদ কেমিক্যাল অ্যান্ড ফুড প্রডাক্টকে দুই লক্ষ টাকা, ম্যাডাম কসমেটিক্সকে দুইু লক্ষ টাকা ও দিশা মনি কসমেটিক্সকে দুই লক্ষ টাকা করে মোট ১২ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বেশ কয়েকদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নকল কসমেটিকস উৎপাদন, মজুত ও বিক্রি করে আসছিল বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Development by: webnewsdesign.com