রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন মানবাধিকারবিষয়ক দূত ইয়াং হিলি

সোমবার, ২০ জানুয়ারি ২০২০ | ২:১১ অপরাহ্ণ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন  মানবাধিকারবিষয়ক  দূত ইয়াং হিলি
দূত ইয়াং হিলি
apps

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ইয়াং হিলি। এ সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

সোমবার সকালে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

জানা যায়, চার দিনের সফরে রোববার বিকালে কক্সবাজার পৌঁছান জাতিসংঘের এ দূত। এর পর সোমবার সকালে রোহিঙ্গা শিবির পরিদর্শনের সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

সেখানে বরাবরের মতো স্থানীয় প্রশাসন, উদ্বাস্তু, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সিরিজ বৈঠক করবেন।

বুধবার পর্যন্ত তার রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে।

সফরকালে জাতিসংঘের এ বিশেষ দূত রোহিঙ্গা পরিস্থিতি ছাড়াও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

এর আগে ২০১৮ সালের ২০ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ইয়াং হিলি।

Development by: webnewsdesign.com