অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ১০:০৪ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন  নোভাক জোকোভিচ
apps

রোমাঞ্চকর লড়াইয়ে আবারও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। মেলবোর্ন পার্কে ডোমিনিক থিয়েমকে ৬-৪, ৪-৬, ২-৬, ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নিজের আধিপত্য বজায় রাখলেন জোকোভিচ।

রবিবার রড লেভার অ্যারেনায় প্রথম সেট ৬-৪ গেমে জিতে এগিয়ে যান পুরুষ এককের দ্বিতীয় শীর্ষ তারকা জোকোভিচ। তবে পরের দুই সেটে দাপট দেখিয়ে লিড নেন অস্ট্রিয়ান তারকা থিয়েম। জিতে নেন ৬-৪ ও ৬-২ গেমে। কিন্তু শেষ দুই সেটে ৬-৩ ও ৬-৪ গেমে জিতে রেকর্ড অষ্টম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ঘরে তোলেন জোকোভিচ।

জোকোভিচ ওপেন যুগে তো বটেই, সবমিলিয়ে এই আসরের সর্বোচ্চ শিরোপাধারী। অস্ট্রেলিয়ার রয় এমারসন ও কিংবদন্তি রজার ফেদেরার ৬টি করে শিরোপা জিতে এই আসরে দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছেন।
জোকোভিচ এর আগে ২০০৮, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬ ও ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন।

এদিকে, এনিয়ে ১৭তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার মুকুট পরলেন জোকোভিচ। ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতে সবার ওপরে ফেদেরার। আর ১৯টি গ্র্যান্ড স্ল্যামে দ্বিতীয়স্থানে আছেন রাফায়েল নাদাল।

Development by: webnewsdesign.com