রেজিস্ট্রেশনে বাদ পড়া নবম শ্রেণির শিক্ষার্থীদের সুখবর

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ | ১০:২৯ অপরাহ্ণ

রেজিস্ট্রেশনে বাদ পড়া নবম শ্রেণির শিক্ষার্থীদের সুখবর
apps

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বোর্ড থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে বাদ পড়া শিক্ষার্থীদের (নির্ধারিত খাতে সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে) রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। শিক্ষার্থী প্রতি ৩০৩ টাকা রেজিস্ট্রেশন ফি (বিলম্ব) ধার্য করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত তারিখের পর কোনোভাবেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন না হলে এর দায়-দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

Development by: webnewsdesign.com