রূপগঞ্জে সাংবাদিকদের পিআইবি’র বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১ | ৮:৫৩ অপরাহ্ণ

রূপগঞ্জে সাংবাদিকদের পিআইবি’র বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
apps

প্রেস ইনস্টিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে ৪-৬ জানুয়ারী শুরু হওয়া রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের তিনদিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে বুধবার সন্ধ্যায়। প্রশিক্ষণ শেষে বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে অংশগ্রহণকারী ৩৫ জনের মাঝে সনদ প্রদান করা হয়।

প্রেস ইনস্টিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল (৩১৫এ) এর উপদেষ্টা ও গ্যাজেটভুক্ত সমাজসেবক লায়ন মোজাম্মেল হক ভুইয়া।

বুনিয়াদি প্রশিক্ষণে সঞ্চালক হিসাবে ভূমিকা পালন করেন কলামিষ্ট, গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ শাহ-আলম, পিআইবির সিনিয়র প্রশিক্ষক জুলফিকার আলী মানিক, পিআইবির গবেষক রেজা এনায়েত।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক খলিল সিকদার, সাংবাদিক সাত্তার আলী সোহেল, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, জিএম সহিদ, নজরুল ইসলাম, এসএম শাহদাত, আশিকুর রহমান হান্নান, জাহাঙ্গীর আলম হানিফ, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম লিখন, মাহবুব আলম প্রিয়, জায়েদ হোসেন খন্দকার, ফয়সাল আহমেদ, মুরাদ হাসান , শাকিলসহ রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা।

Development by: webnewsdesign.com