ইউক্রেনে যুদ্ধ শুরুর পর

রুশ প্রতিরক্ষামন্ত্রীর অস্টিনের প্রথম টেলিফোন আলাপ

শনিবার, ১৪ মে ২০২২ | ৩:৩৮ অপরাহ্ণ

রুশ প্রতিরক্ষামন্ত্রীর অস্টিনের প্রথম টেলিফোন আলাপ
apps

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগুকে টেলিফোন করেছেন। টেলিফোন আলাপে তিনি অবিলম্বে ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের পর রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই প্রথম কথা বললেন।

খবরে আরও বলা হয়েছে, ইউক্রেনে আক্রমণের পর লয়েড অস্টিন অনেকবার রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন।কিন্তু রুশ কর্মকর্তারা মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ দেখায়নি।
এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, শুক্রবার টেলিফোন আলাপে লয়েড অস্টিন রাশিয়ার সঙ্গে যোগাযোগ ধরে রাখার ওপর গুরুত্ব দেন।

নাম না প্রকাশ করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা গণমাধ্যমে বলেন, অস্টিন প্রায় ১ ঘণ্টা যাবত রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তবে এই সাক্ষাতে সুনির্দিষ্ট কোনো ইস্যুর সমাধান হয়নি কিংবা রাশিয়া ইউক্রেনে যা করছে তার কোনো পরিবর্তন হয়নি।

Development by: webnewsdesign.com