রাস্তার জায়গা রেখেই বাড়ি নির্মাণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

রবিবার, ২২ নভেম্বর ২০২০ | ৫:৫৪ অপরাহ্ণ

রাস্তার জায়গা রেখেই বাড়ি নির্মাণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী
apps

পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আবাসিক এলাকাগুলোতে রাস্তার জায়গা রেখেই বাড়ি বানাতে হবে।

রোববার (২২ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাড়ি তৈরি করতে হলে সেগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাস্তা প্রয়োজন। যে পরিমাণ রাস্তা আছে সে অনুযায়ী বাড়ি হতে হবে। কারণ ৩০টি বাড়ি হলে সে পরিমাণ রাস্তা থাকতে হবে, সেটিও নিশ্চিত করতে হবে। কারণ রাস্তা না থাকলে মানুষকে তো ঘরে বসে থাকতে হবে। কিন্তু এমন নয় যে আমরা নতুন ভবন করতে দেব না। আমরা আন্ডারপাস, ওভার গ্রাউন্ডের পরিকল্পনা করছি। কীভাবে সেটি করা যায়, সে ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করে আমরা বাস্তবায়ন করব।’

তিনি বলেন, ‘মানুষের যেমন আবাসন লাগে তেমনি যাতায়াতের জন্য রাস্তার প্রয়োজন হয়। এটার জন্য কী পরিমাণ ভবন আছে, সেখানে আরও বেশি মানুষের আবাসন করা যায় কি না সেটি সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আমাদের অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। আমরা পৃথিবীর এক নম্বর ঘনবসতিপূর্ণ দেশ। সবকিছু মিলিয়ে কারও সঙ্গে তুলনা করা সম্ভব নয়।’

এ সময় রাজউক চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) দীপক চক্রবর্তী, স্থপতি ইনস্টিটিউটের সভাপতি জালাল আহমেদ, ফেলো স্থপতি ইকবাল হাবিব, সহসভাপতি এহসান খান, সম্পাদক ড. ফরিদা নিলুফার প্রমুখ উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com