প্রতি বছর বিশ্বব্যাপী ১৪ ফেব্রুয়ারী পালিত হয় ভ্যালেন্টাইন ডে। এই বিশেষ দিনটিতে অতি উৎসাহী কিছু পোলাপানের চুলকানি বেড়ে যায়। যার ফলে রাস্তা-ঘাটে অবাধে চলে লুচ্চামী, জাউরামী, ঘাউরামী সাধারণ মানুষ পরিবার নিয়ে রাস্তা-ঘাটে বের হতে লজ্জাবোধ করে।
আর তাই সাধারণ মানুষ পোলাপানের চুলকানি রোধে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আর তাই কতৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, রাস্তায় কোন কাপল দেখলে ধরে বিয়ে পড়িয়ে দেয়া হবে। সেজন্য রাস্তায় ছদ্মবেশে নামানো হবে ভ্রাম্যমাণ কাজী।
সূত্র- সকালের বাংলাদেশ
Development by: webnewsdesign.com