রাশিয়ার কারাগারে থাকা মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনারকে ছেড়ে দিল

বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ | ৮:১১ অপরাহ্ণ

রাশিয়ার কারাগারে থাকা মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনারকে ছেড়ে দিল
রাশিয়ার কারাগারে থাকা মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনারকে ছেড়ে দিল
apps

রাশিয়ার কারাগারে থাকা যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনারকে ছেড়ে দিয়েছে মস্কো। বিবিসি ও গার্ডিয়ান এই খবর প্রকাশ করেছে। গাঁজা বহনের দায়ে ফেব্রুয়ারিতে ব্রিটনিকে গ্রেফতার করে রাশিয়া। দেশটিতে গাজা বহন শাস্তিযোগ্য অপরাধ। ৬ গ্রাম পর্যন্ত গাঁজা বহনের শাস্তি ১৫ দিনের জেল। আর এর চেয়ে বেশি পরিমাণ গাঁজা নিয়ে ধরা পড়লে কঠোর শাস্তি।

গত ১৭ ফেব্রুয়ারি মস্কোর শেরেমিটিয়েভো বিমানবন্দরে আটক হন ব্রিটনি গ্রাইনার। তার লাগেজে গাঁজার তেল পাওয়ার তথ্য জানায় রুশ কর্তৃপক্ষ। দীর্ঘ সময় বিচার শেষে ৪ আগস্ট রুশ আদালত তাকে ৯ বছরের কারাদণ্ড দেন।

বিবিসি ও গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ব্রিটনিকে রাশিয়ার কুখ্যাত অস্ত্র বিক্রেতা ভিক্তর বোটের সঙ্গে প্রত্যর্পণ করেছে মস্কো। বিগত ১২ বছর যাবত ভিক্তর মার্কিন কারাগারে বন্দী আছেন। ভিক্তর বোট একসময় মৃত্যুর ফেরিওয়ালা (মার্চেন্ট অব ডেথ) নামে পরিচিত ছিলেন। যুক্তরাষ্ট্রের কারাগারে ২৫ বছরের সাজা ভোগ করছিলেন তিনি।

Development by: webnewsdesign.com