রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কাজ করার সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে মাথায় ইট পড়ে নাজিম উদ্দিন (৫০)এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের ভেতরেই এ ঘটনা ঘটে।
নিহত নাজিম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ভাগাইল গ্রামের মৃত আবদুর রশিদ এর ছেলে। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী নাজিমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালের ভেতরে চারতলা একটি ভবনের ঊর্দ্ধমুখী সম্প্রসারণের কাজ চলছে। শ্রমিকেরা নিচে থেকে পাঁচতলার ওপরে ইট উঠাচ্ছিলেন। তখন একটি ইট ওপর থেকে নিচে নাজিমের মাথার ওপরে পড়ে। এতে গুরুত্বর আহত হলে তাঁকে হাসপাতালেরই ৮ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ‘ঠিকাদারকে অসাবধানতা কারণে এ রকম একটা দুর্ঘটনা ঘটেছে। মৃত নাজিমের লাশ মর্গে রাখা হয়েছে।’
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এটা ঠিকাদারের অবহেলায় মৃত্যু। নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা চাইলে মামলা করতে পারবেন। বিষয়টি পরিবারের ওপরেই নির্ভর করছে।’
Development by: webnewsdesign.com